Duration 4:32

আধুনিক নকশী কাঁথার ডিজাইন সহজে আকঁতে পারবেন কিভাবে শিখে নিন,How to Draw Nakshi Kantha

555 watched
0
5
Published 28 Sep 2020

কাঁথা ও নকশী কাঁথা: কাঁথা অতি সাধারণ উপাদানে তৈরি এদেশের কারুশিল্পীদের অনবদ্য এক সৃষ্টি৷ কাঁথার সঙ্গে আমরা সবাই কম-বেশী পরিচিত৷ এদেশে এমন কোন পরিবার খুঁজে পাবেন না যেখানে কাঁথার ব্যবহার নেই৷ কাঁথা শব্দের অভিধানিক অর্থ ‘জীর্ণ বস্ত্রে প্রস্তুত শোয়ার সময়ে গায়ে দেয়ার মোটা শীতবস্ত্র বিশেষ, দেশের বিভিন্ন অঞ্চলে এ কাঁথা কেতা, কাতা এবং খেতা নামেও পরিচিত৷ সুনিপুণ হাতে সুচ আর সুতোয় গ্রাম বাংলার বধূ কন্যাদের মনের মাধুরী মেশানো কল্পনার রং দিয়ে নান্দনিক রূপ-রস ও বর্ণ-বৈচিত্রে বহিপ্রকাশের নাম হছ্ছে কাঁথা তাই নকশী কাঁথা৷ নকশী কাঁথায় আমরা প্রতিনিয়ত খুঁজে পাই আমাদের শিল্প, সংস্কৃতি, সমাজ-সভ্যতা, প্রকৃতির অপর সৌন্দর্য, গৌরবগাঁথা ও সুপ্রাচীন ঐতিহ্য৷ এটি মূলতঃ গ্রামীণ মহিলাদের শিল্পকর্ম হিসেবে বিশেষভাবে পরিচিত৷ নকশী কাঁথা শিল্পের সাথে আমাদের আর্থ-সামাজিক কর্মকাণ্ডও জড়িয়ে আছে৷ নকশী কাঁথায় শিল্প সাহিত্য, সংস্কৃতি ও প্রকৃতি: ছবি ফুটিয়ে তুলে নকশী কাঁথা নিয়ে লেখা হয়েছে কাব্য, গাঁথা ও রচনা৷ এদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী৷ তিনি তাঁর রামায়ণ কাব্যে সীতার অন্যান্য গুণের সাথে কাঁথা সেলাইয়ের কথা বলেছেন ৷ পলীকবি জসীমউদ্দীনের অনবদ্য কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’ ও এরই উজ্জ্বল দৃষ্টান্ত৷ পলী রমণীদের শিল্পী মনের এক একটি কলাপনার অপূর্ব অভিব্যক্তি যেন নকশী কাঁথা৷ বিভিন্ন ধরনের কাপড়েরর আস্তরণের উপর সুচ আর সুতোয় একে একে #নকশি_কাঁথার_ডিজাইন

Category

Show more

Comments - 0