Duration 9:19

Business visa holders are going through Benapole-Petrapole border | Border update news today

2 684 watched
0
107
Published 14 Dec 2021

#bangladeshvisa #indiantouristvisa #travelvlog #indiatobangladesh আজ সোমবার (১৩ ডিসেম্বর) থেকে ব্যবসায়ী ভিসায় স্থলপথে ভারতে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা।  ৩ দিনের সরকারি সফর শেষে বেনাপোল বন্দর দিয়ে রোববার (১২ ডিসেম্বর)বিকেলে দেশে ফিরে স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।   এর আগে গত বুধবার (৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত প্রবেশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সন্ধ্যায় যশোর থেকে ট্রেনে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সড়কপথে ভারত গিয়েছিলেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরানসহ বন্দরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। From Monday (December 13), Bangladeshi passport passengers will be able to travel to India by land on a business visa. State Minister for Foreign Affairs Shahriar Alam told local journalists on Sunday (December 12) afternoon after returning from a three-day official visit to Benapole. Earlier on Wednesday (December 6) morning, the Minister of State for External Affairs entered India through Sonamasjid Immigration in Chapainawabganj. He left Jessore for Rajshahi by train in the evening. Earlier, State Minister for External Affairs Shahriar Alam traveled to India by road to attend a function marking the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman and the 50th anniversary of Bangladesh-India alliance. Meanwhile, State Minister for Foreign Affairs Shahriar Alam was greeted at the Benapole International Checkpost Immigration by Benapole Municipal Mayor Ashraful Alam Liton. Upazila Nirbahi Officer (UNO) Mir Alif Reza, Benapole Customs Commissioner Azizur Rahman, Navaran Circle Assistant Superintendent of Police (ASP) Jewel Imran and other senior officials of the port were present on the occasion.

Category

Show more

Comments - 50